সুমন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন- নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের কেরানি মার্কেট এলাকার ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের প্রয়াত মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১২)।
দুপুর ৩টার দিকে একই গ্রামের পাঁচজন শিশু মিলে বাড়ির পাশের্^ টাঙ্গন নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীর গভীর পানিতে সিয়াম ও মাসুম বিল্লাহ তলিয়ে যায়। এসময় সাথে থাকা অন্য শিশুদের চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং নিখোঁজ দুই শিশুকে নদীর পানিতে খুঁজতে শুরু করে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় দুইঘন্টা খোঁজার পর নদী থেকে সিয়াম ও মাসুম বিল্লাহ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, টাঙ্গন নদীতে অবৈধভাবে বেশকিছু ড্রেজার মেশিন বসিয়েছে দুর্বৃত্ত ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে এসব ড্রেজারের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এর ফলে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ড্রেজার মেশিনের দ্বারা তৈরিকৃত গভীর গর্তে তলিয়ে গিয়ে মারা যায় সিয়াম ও মাসুম।
ওসি তানভিরুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধারকৃত সিয়াম ও মাসুমের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply