 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার সাঁথিয়ায় বৈশাখীর চাঁদা না দেয়ায় ও বিদ্যালয়ের জমিজমা বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে। আহত প্রধান শিক্ষক একেএম জহুরুল হককে তার সহকারীরা সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক অভিযোগে জানান, দীর্ঘদিন পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক একেএম জহুরুল হকের সাথে পাশর্^বর্তী নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম কালুদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি ১লা বৈশাখে কালু ওই প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবী করলে তিনি তা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কালু শনিবার দুপুরে তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন সময় জোর করে শ্রেণী কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে অন্যান্য শিক্ষকেরা তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে গতকাল সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, একজন সরকারী কর্মচারী তার পাঠদানের সময় শ্রেণী কক্ষে ঢুকে ন্যাক্কারজনক এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply