নিজস্ব প্রতিবেদক :
জয়পুরহাট জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জয়পুরহাট সদর থানা এলাকা থেকে ৫ মে বৃহস্পতিবার ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে পরিচালনা করে। জয়পুরহাট সদর থানাধীন পুরানাপৈল রেলগেটের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত আসামী মোঃ আসাদ আলী দিনাজপুর জেলার দেব খন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে৷ আসাদ এর বিরুদ্ধে পূর্বের ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন ।
Leave a Reply