তাওহীদ আল উসামা, অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পায়রাবাজার গাজি ডেকোরেটর এর দ্বিতীয় তলায় বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণে এ কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ড. সন্দিপক মল্লিক। তিনি বলেন, যশোরের ভবদহ পাড়ের মানুষেরদ জিবনযাত্রা ও প্রকৃত সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে কবি সাহিত্যিকদের ভুমিকা অপরিসীম। কবির ক্ষুরধার লিখনির মাধ্যমে প্রকাশিত হবে এ অঞ্চলের বাস্তব প্রতিচ্ছবি। বিশেষ অতিথি ৩নং চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আঃ মান্নান, ৪নং পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, চলিশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রসুল তরফদার, বিশিষ্ট কবি এইচ এম সিরাজ, অধ্যাপক হুসাইন নজরুল হক, কবি ও সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, শফিক শিমু, ডা, সবুজ স্বামী, বিশিষ্ট সমাজসেবক ডা. প্রদীপ কুমার দে, কবি সাইফুল ইসলাম, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি আহম্মেদ বাবু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, তরিকুল ইসলাম বাবলুসহ যশোর তথা দক্ষিনাঞ্চলের বিশিষ্ট কবি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজন করেন, মিরন আহম্মেদ তরফদার ও চারণ কবি বাবুল আহম্মেদ তরফদার।
Leave a Reply