 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার সরকারি ইসলামপুর কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘলাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, ১০০ মিটার দৌড়, দীর্ঘলাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, রিলে রেইস,অংক দৌড়, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, পল্লীগীতি/লোকগীতি, দেশাত্ববোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, শ্রেষ্ঠ কাব শিশু ইত্যাতি।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস আকন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খান, সরোয়ার আজম বাবু, আবুল কাশেম, ভোলা দেবনাথ, সেকান্দর আলী, আকলিমা খাতুন, শিরিনা পারভীন, বিশিষ্ট সংগীত শিল্পী প্রদ্যুৎ নারায়ন দাশ, সহকারী শিক্ষিকা মাহফুজা আক্তার, শাহনাজ পারভীনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
২৬.০৫.২২
Leave a Reply