সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলার ইসলামপুরে লায়লা মহিলা কল্যাণ সমিতির বাস্তবায়নে ইউএন ওমেন সংস্থার সহযোগিতায় ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ১২০ পিছ উন্নত মানের মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) রাতে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে লায়লা মহিলা কল্যাণ সমিতির সভাপতি নাহিদ নিহার সুলতানা সোমা সাংবাদিকদের মাঝে এসব উন্নত মানের মাস্ক বিতরণ করেন।
জানাযায়, ইসলামপুর ধর্মকুড়া বাজারে স্থাপিত লায়লা মহিলা কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। বর্তমানে তারা ৩নং চিনাডুলী ইউনিয়নে Christian এর সহযোগিতায় PAR-2 প্রজেক্ট এর কাজ করছে বলে জানাগেছে।
লায়লা মহিলা কল্যাণ সমিতির সভাপতি নাহিদ নিহার সুলতানা সোমা জানান, বর্তমানে আবারোও করোনা ভাইরাসের পাদুভার্ব দিন দিন বেড়ে চলছে। তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সাবধানে থাকতে হবে। সব সময় মাস্ক ব্যবহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লায়লা মহিলা কল্যাণ সমিতির সমন্বয়কারী মো: সাজেদুল হক মিঠু, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাংবাদিক ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, আঃ সামাদ, কোরবান আলী, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী,রোকনুজ্জামান সবুজ, হোসেন শাহ ও সুমন খন্দকার প্রমুখ।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
Leave a Reply