সুনামগঞ্জ প্রতিনিধিঃ ইফতিয়াজসুমন
ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে এবং শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সরকারী প্রাথমিক শিক্ষক পরিবার, সরকারী ও বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার খানমের সভাপতিত্বে,ও হারুন রশীদের উপস্থাপনয়,বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রুহুল আমিন,
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, বেসরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক শুভংঙ্কর তালুকদার,, জেলা বেসরকারী শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছির আলম, শিক্ষক নেতা আজিজুর রহমান তহুর,জেলা সরকারী সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রণব দাস মিঠু,সুনামগঞ্জ সদর উপজেলা সরকারী সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার দেব,সাধারন সম্পাদক বিপ্লব কান্তি দাস,বাদল চন্দ্র দাস, সামছুল আলম রাসেল, রনো আচার্য্য, প্রেমানন্দ বিশ্বাস, বেসরকারী কলেজ শিক্ষক সমিতির সভাপতি শুভেন্দু তালুকদার মান্না, বাংলাদেশ বেসরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. রুহুল আমীন, শিক্ষক নেতা আনোয়ার হোসেন, বিবেকানন্দ দাশ, আবুল কালাম আজাদ, দবির উদ্দিন, সাবিহা সুলতানা, নাজমা আক্তার নাজু, নমিতা সরকার ও আতাউর রহমান তালুকদার প্রমুখ।
শিক্ষক নেতৃবৃন্দরা বলেছেন, গত ছয়মাসে একাধিক শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া গত ১৩ই জুন দিনদুপুরে বখাটে ছাত্র দ্বারা শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা পিঠিয়ে হত্যা এবং আরেক শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাসিঁর দাবী জানান এবং শিক্ষক সুরক্ষা আইন সংসদে পাশের জোর দাবী জানান। অন্যতায় আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারন করেন নেতারা।
Leave a Reply