 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়। আগামী রোববার সকাল সাড়ে ৮ টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথমটি হবে সাড়ে ৮ টা, দ্বিতীয়টি হবে ৯ টা ১৫ ও তৃতীয়টি হবে সকাল ১০ টায়। এর মধ্যে জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে বড় মাঠ পরিস্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জ্বা সম্পন্ন হয়।
এছাড়াও আনসার ও ভিডিপি মাঠ (মহিলা ও আহলে হাদিসের জামাত) সকাল ৯ টায় এবং পুলিশ লাইনসে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। পরে উল্লেখিত জামাতসমূহে নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ঈদুল আযহা উদযাপন কমিটির সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর মধ্যে ঈদের দিন শহরের কোন আবাসিক এলাকায় এবং রাস্তার মোড়ে কোনো ধরনের অস্থায়ী কোক/পেপসির দোকান স্থাপন করা এবং উচ্চস্বরে ক্যাসেট প্লোয়ার/ড্রাম বাজিয়ে গানবাজনা করা যাবে না।
আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঈদের দিন শহরের প্রধান প্রধান রাস্তাসহ মহল্লার রাস্তাসমূহে পুলিশি টহল ব্যবস্থা জোরদার থাকবে। ঈদের আনন্দ উপভোগ করার জন্য উঠতি বয়সের যুবকদের পিকআপ ভ্যান এবং সাউন্ড সিস্টেম ভাড়া না দেয়ার জন্য সভাপতি, পিকআপ ভ্যান মালিক সমিতি এবং সকল সাউন্ড সিস্টেম দোকান মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
উঠতি বয়সি যুবকেরা যাতে করে বেপরোয়াভাবে মটরসাইকেল চালাতে না পারে সেজন্যে চৌরাস্তার মোড়সহ শহরের গুরুত্বপুর্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply