পাবনা প্রতিনিধি :
বৃহত্তর পাবনা জেলার স্বণামধন্য নাট্য সংগঠন পাবনা থিয়েটার ৭৭ গত ১৩ জুলাই বিকেল সাড়ে ৫ টায় থিয়েটার কার্যালয় এ আর কর্ণার তৃতীয় তলায় আয়োজন করে ঈদোত্তর ঈদ আড্ডা অনুষ্ঠানের।
উক্ত আয়োজনে সংগঠনের সভাপতি মোকাররম হোসেন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আবুল কাশেম এর উপস্থাপনায় উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র’র বার্তা সম্পাদক কবি ও গীতিকার আলমগীর কবীর হৃদয়, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা জেলা শাখার সভাপতি কবি এনামুল হক টগর, আসলাম দেওয়ান, মোঃ জহুরুল ইসলাম, শেখ সুজন চিশতি,চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, মোঃ আব্দুর রহমান, রজনী আক্তার, নিলীমা, জাহানারা সিদ্দিকী মুক্তা, মির্জা রানা, ফারহানা, কণ্ঠ শিল্পী আলামিন, মোঃ রবিউল ইসলাম, কমল কুমার, নূরুল ইসলাম,কবি ইদ্রিস আলী মধু, কবি ও চলচিত্র নির্মাতা তারেক মাহমুদ, মোঃ আঃ মান্নান, প্রিয়া, বিটিভির নিয়মিত নাট্যাভিনেতা শেখ ফরহাদ, উত্তরণ পাবনার সহ সাধারণ সম্পাদক মোঃ রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বাউল গান ও ফোক গান পরিবেশন করেন উপস্থিত কবি কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পী বৃন্দ।
Leave a Reply