1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩১ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-

আমার জীবনে এত রোদের তাপমাত্রা দেখিনি৷ ঘরের ভিতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছেনা৷ রুমের ভিতরে ফ্যানের বাতাসেও কাজ করছেনা। আমি নিজে একজন কৃষক। কৃষির ওপর আমাদের এলাকার সবাই নির্ভর করে। এখন বৃষ্টি না হওয়ার কারনে আমন লাগানো যাচ্ছেনা৷ তবুও যারা সেচ দিয়ে আমন রোপণ করেছেন তাদের মাটি ফেটে গেছে। আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা৷ আল্লাহ যাতে করে আমাদের বৃষ্টি দিয়ে উপকার করেন তার আশায় এসেছি। বৃষ্টির জন্য নামাজ-মোনাজাত শেষে এভাবেই বলছিলেন যাদুরাণী গ্রামের কৃষক আব্দুল লতিফ৷

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃষ্টির জন্য দুই রাকাআত নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা৷ সোমবার(১৮ জুলাই) সকাল ৭ টায় উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরাণী বড়পুকুর পাড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতিত্ব করেন শায়েখ এজাবুদ্দিন৷

আরেক মুসল্লি রায়হান বিন ইসা বলেন,এমন রোদে রুমের বাইরে বের হওয়া যায়না। আর রুমের ভিতরে থাকাও কঠিন। আমরা কৃষি দিয়ে সংসার চালায়। বৃষ্টির কারনে আমরা আমন রোপন করতে পারছিনা৷ আর এই গরমে অনেকে অসুস্থ হয়ে পরছে। আজকে বৃষ্টির জন্য আমার নামাজ আদায় ও দোয়া করলাম।

নামাজের ইমামতি শেষ করে শায়েখ এজাবুদ্দিন বলেন,আমাদের জেলায় অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বৃষ্টির কারনে আজকে আমরা দুই রাকাআত নামাজ আদায় করেছি ও মোনাজাত করেছি। তীব্র গরমে প্রতিটি পরিবারে অসুস্থতা দেখা যাচ্ছে। আমরা বৃষ্টির অভাবে আমন রোপন করতে পারছিনা৷ সেজন্য বৃষ্টির জন্য নামাজ-মোনাজাগ করেছি। আজকে বৃষ্টি না হলে আমরা আগামীকাল ও পরশু দিন আবারো নামাজ আদায় করব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD