সাঁথিয়া প্রতিনিধি :
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের কে পদ্মবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে (মেডিকেল সরঞ্জাম অত্র প্রতিষ্ঠান সরবরাহ করেছে) স্বাস্থ্য ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই,২০২২ শুক্রবার সকাল থেকে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের ভলান্টিয়ার টিম ও টেকনোলজিস্টরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।
ক্যাম্পেইনে শুধুমাত্র উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় । দিনব্যাপী এই প্রোগ্রামের আওতায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
স্থানীয় লোকজন তরুণ সংগঠকদের এ রকম উদ্যোগকে স্বাগত জানান ।
স্থানীয় লোকজন জানান যেখানে বর্তমান তরুন সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত সেখানে এসকল তরুণদের কাজ অবশ্যই প্রসংশনীয় । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সকল সামাজিক সংগঠনের সামাজিক কাজে সহযোগিতা করার কথা বলেন এবং তরুণ সমাজকে সামাজিক কাজে উৎসাহ প্রদান করেন ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সাঁঁথিয়া উপজেলা ইউনিটের সেচ্ছাসেবকবৃন্দ।তাদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ আতাউর রহমান,মোঃ ইখতেখার রহমান,মোঃ জুয়েল রানা,মোঃ মেহেদী হাসান,মোঃ আশিক,মোঃ মিলন,মোঃ মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কে পদ্মবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষভাবে ধন্যবাদ জানান মোঃ হাসিবুল হাসনাত রিজভি কে (অসুস্থ্যতার কারণে উপস্থিত ছিলেন না) আজকের এই ক্যাম্পিংয়ের আয়োজন করে দেওয়ার জন্য।
ক্যাম্পেইন পরিচালনায় সার্বিক সাহায্য সহযোগিতা করেন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ারুল ইসলাম পাপ্পু।
খুবই ভালো উদ্যোগ