ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের অজ্ঞাত গাড়ির ধাক্কায় সেলিম ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঠাকুরগাঁও রেডিও সেন্টারের সামনে এই ঘটনাটি ঘটে।
নিহত সেলিম সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ফারুক ইসলাম জানান, কোন এক গাড়ির ধাক্কায় এ ধরনের ঘটনা ঘটেছে। নিহত সেলিম রেডিও সেন্টার এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। দেখতে পেয়ে আমি তাকে নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। এতে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার করে।কিন্তু রংপুর নিয়ে যাওয়ার আগেই হাসপাতালে তিনি মারা যান।
এই বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, কোনো অভিযোগ না থাকায় আমরা হাসপাতালের প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি কোন গাড়ির সাথে কিভাবে ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না।