আব্দুল মজিদ মল্লিক (নওগাঁ) থেকেঃ
নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর (লাটাহার) ব্রীজ নামক স্থানে আজ শনিবার দুপুরে মাটিবাহী একটি ট্রাক্টর হঠাৎ করেই সড়কে ওঠার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ঘটনাস্থলে ব্রীজের নিচে পরে পানিতে তলিয়ে যায়। দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানিয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে স্থানিয়দের সহযোগীতায় স্বামী-স্ত্রী দু’জনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষনা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আজ শনিবার দুপুর ১টার দিকে নওহাটা মোড়ের ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের পাশে নির্মাণাধীন প্যাডি সাইলো থেকে মাটি বহনকারী ট্রাক্টর সড়কের পশ্চিম পাশ থেকে রাস্তার উপর উঠছিল। এসময় নওগাঁগামী প্রাইভেট কারটি ওই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।
Leave a Reply