নিউজ ডেস্ক :
বৃহস্পতি বার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত শিয়ালের দল তাণ্ডব চালিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করে বলে আক্রান্তরা এলাবাসীরা জানান ।
গ্রামবাসীদের প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী।
এলাকার স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে এসে প্রথমে বাটিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০), লাল্টু প্রামানিক (৫৫), ওয়াজেদ আলী (৩০) কে কামড়ে আহত করে।
শিয়ালগুল দল বেধে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করে । এ সময় তাদের আক্রমণের শিকার হয়ে আন্জুয়ারা খাতুন (৪২), জেসমিন খাতুন (১৪), রঞ্জনা খাতুন (২৫), নিলয় হোসেন (৭), রাবেয়া খাতুন (৯) রেহেনা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩০) সহ ওই গ্রামের অন্তত ২০ জন আহত হন ।
শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা, সোনা পদ্মা, চকপাড়া গ্রামে হানা দিয়ে অন্তত ২০জনকে আহত করে। এসময় চকপাড়া গ্রামের কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০), আবু মুসা (২৬) সহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আক্রান্ত রেহেনা খাতুন (৪৫) জানান, তিনি রাতে বাড়ির আঙ্গিনায় অবস্থান করছিলেন। এসময় লোডশেডিং চলছিলো। অন্ধকারে শিয়ালের দল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে দেওয়া হয় ।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা-তুজ জান্নাত জানান , রাতের ঘটনায় এ পর্যন্ত তিনজন এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন। আক্রান্ত ব্যক্তিরা স্বাস্থ্য কেন্দ্রে এলে তাদের ভ্যাকসিন দেয়া হবে বলে তিনি জানিয়েছেন
Leave a Reply