সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
সেবাই আমাদের মুল লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে দরিয়াবাদ সেবা সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৯সেপ্টেম্বর) রাত ৮টায় এস.এম.এ আর মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি সাজু মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দরিয়াবাদ সেবা সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক আঃ সামাদ মন্ডল, ১নং ওয়ার্ড কাউন্সিল জুলহাস মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, ফাহিমা আব্দুল্লাহ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম হোসেন রানা, রফিকুল ইসলাম রঞ্জু, সুমন খন্দকার, উপদেষ্টা মন্ডলী সদস্য মোস্তফা জামেরী জামি, আলী নেওয়াজ, সান শাহ ফকির, সবুজ মিয়া, খলিলুর রহমান, দরিয়াবাদ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানাযায়,সেবা সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত অনুদান গরীব দু:খীদের মাঝে বিলিয়ে দিয়ে বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে আতশবাজি ও প্রজেক্টরের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শন করা হয়।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
০৯.০৯.২০২২
Leave a Reply