1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত
শিরোনাম:
ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত

সেই ভূয়া ডাক্তার মহাদেবের চেম্বারে ঝুলছে তালা, এক সপ্তাহের নোটিশ ঝুলিয়ে গাঁঢাকা

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

 

 

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের সেই আলোচিত ভূয়া ডি এম এফ ডিগ্রীধারী সর্বরোগ বিশেষজ্ঞ মহাদেব দাসের চেম্বারে ঝুলছে তালা।
সরোজমিনে আজ ১৫ ই সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে নড়াইল সদর হাসপাতাল গেট সংলগ্ন খান ফার্মেসীর পেছনে মহাদেব দাসের চেম্বারে গিয়ে দেখা যায় প্রধান গেটে তালা মেরে বাইরে নোটিশ ঝুলিয়ে ডাক্তার সাহেব নেই।

নোটিশে বড় বড় করে লেখা ১৪/০৯/২০২২ইং থেকে ২১/০৯/২০২২ ইং পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে, ২২/০৯/২০২২ ইং তারিখে যথারিতী চেম্বার খোলা থাকবে। নিয়ম অনুযায়ী একজন বৈধ ডাক্তার চেম্বার বন্ধ রাখলে বন্ধের তারিখ ও সময় উল্লেখ করে নোটিশ বোর্ডে টানিয়ে দেন এবং নিচে ডাক্তার সাহেব বা চেম্বারের দায়ীত্বশীল কারো সীল সই থাকে।আর ভূয়া ডাক্তার মহাদেবের চেম্বার বন্ধের নোটিশে কারো সীল সই নেই।

নোটিশ দেখে বোঝার উপায় নেই কার চেম্বার কে বন্ধ করলো আর ২২ই সেপ্টেম্বরই বা কোন ডাক্তার সাহেব এসে চেম্বারে রুগী দেখবেন।

হাসপাতাল গেট সংলগ্ন অনেকেই বলছেন ভূয়া ডাক্তার মহাদেবের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় লাগাতার তথ্যবহুল নিউজ হওয়ার কারনে বিপদ আচ করতে পেরে তার প্রধান উপদেষ্টা নড়াইল জেলার শীর্ষ ফ্রি স্যাম্পল ব্যবসায়ীর পরামর্শে একসপ্তাহের জন্য নোটিশ ঝুলিয়ে তিনি গাঁঢাকা দিয়েছেন।

উল্লেখ্য এর পূর্বে
নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন নাম দিয়ে প্রতিষ্ঠান খুলে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার নামে সাধারন রুগীদের সাথে প্রতারনা করছেন মহাদেব দাস নামের এক প্রতারক।

সরোজমিনে নড়াইল সদর হাসপাতাল গেটে খান ফার্মেসীর পেছনে গিয়ে দেখা যায় বিশাল চেম্বার নিয়ে বসে আছেন মহাদেব দাস।
প্রথম জীবনে ছিলেন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি।

ঔষধ বিক্রি করতে করতে তিনি এখন ডি এম এফ ডিগ্রীধারী সর্বরোগ বিশেষজ্ঞ বিশাল অভিজ্ঞ ডাক্তার। সাজানো গোছানো চেম্বার।অভিজ্ঞ ডাক্তারদের চেম্বারের মত সব কিছু রয়েছে তার চেম্বারে। শুধু প্রেসক্রিপশনে সরকারী বিধীনিষেধ থাকায় নামের পাশে ডাক্তার শব্দটি লিখতে পারেন নি তিনি।
সবধরনের রুগী তিনি দেখছেন তার চেম্বারে।

কথা হয় বকুল মুন্সী নামে নার্ভের সমস্যা নিয়ে আসা এক রুগীর সাথে। হাতে বিভিন্ন টেষ্ট রিপোর্ট, ডাক্তার সাহেব টেষ্ট দিয়েছিলেন সেই টেষ্ট করে এনে ডাক্তার সাহেব কে দেখিয়ে ব্যাবস্থাপত্র নিলেন। ব্যাবস্থাপত্রে সাত রকম ঔষধ লিখেছেন তিনি। এর পূর্বেও এসেছেন মহাদেবের কাছে,শুধু ঔষধ আর টেষ্টের সংখ্যা বারে, কাজের কাজ কিছুই হয়না।

মাইজপাড়া থেকে এসেছেন ষাটোর্ধ এক মুরব্বী।
এই প্রতিবেদকের সামনেই ডাক্তার সাহেবকে বলতে লাগলেন আপনি যে ঔষধ দিয়েছেন তাতে কোন কাজ হয়নি। আমার প্রোস্রাবে সমস্যা হচ্ছে, আমার পা ফুলে গেছে, এবার ডাক্তার সাহেব বললেন, আপনার কিডনিতে টিউমার হয়েছে। আপনি এই ঔষধগুলো নিয়মিত খান ঠিক হয়ে যাবে।
বাঁসগ্রাম থেকে স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে এসেছেন তরিকুল।তাকেও দিয়েছেন টেষ্ট।এবার টেষ্ট রিপোর্ট দেখে ঔষধ দেবেন।

আকলিমা এসেছেন নাতীকে নিয়ে, ডাক্তার মহাদেবের কথা মত একজনকে দিয়ে মুসলমানি দিয়েছিলেন। ১৫ দিন পার হলেও ক্ষতস্থান শুকায়নি। নাতি রাতে ঘুমাতে দেয়না, তাইএসেছেন মহাদেবকে দেখাতে।

এছাড়াও গ্রাম অঞ্চল থেকে আরও ১০/১২ জন রুগী এসে বসে আছেন মহাদেবের চেম্বারে, তাকে দেখাবেন বলে।

নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে মহাদেবের চেম্বারে এসব রুগী ধরে আনার দায়ীত্বে রয়েছে সদর হাসপাতালের চিহ্নিত কিছু দালাল।
এই সব দালালেরা অভিজ্ঞ চিকিৎসকের কথা বলে গ্রাম থেকে আসা সাধারন রুগীদের নিয়ে আসেন আরোগ্য নিকেতনে । রুগী দেখে কথিত ডাক্তার মহাদেবের ভিজিট দুইশত টাকা।

এবার রুগীর শরীরে নানান জটিল সমস্যার কথা বলে টেষ্ট স্লিপ হাতে ধরিয়ে দিয়ে দালালের মাধ্যমে পাঠিয়ে দেন তার কাঙ্খিত ল্যাবসান ডায়গোনষ্টিক সেন্টারে। সেখানেও টেষ্ট প্রতি মোটা অংকের কমিশন রয়েছে দালাল ও কথিত ভূয়া ডাক্তার মহাদেবের জন্য।

তিনি ডি এম এফ হয়ে কিভাবে নার্ভ, কিডনি, মেরুদন্ড ও শিশু রুগীদের চিকিৎসা এবং টেষ্ট করার জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন।এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি সব ধরনের রুগীদেখার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এখানে প্রাথমিক চিকিৎসা দেই। আর জরুরী রুগীদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারদের কাছে রেফার্ড করি।

একজন ডি এম এফ হয়ে নড়াইল সদর হাসপাতালের সামনে বসে এভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার নামে জটিল রোগে আক্রান্ত রুগী দেখার এখতিয়ার আপনার আছে কিনা? এ বিষয়ে তিনি বলেন,

এম বি বি এস, বি ডি এস ডিগ্রী না থাকলে নামের পাশে ডাক্তার লেখা যায়না, কিন্তু রুগী দেখায় কোন বাধা নেই এবং এ বিষয়ে সরকারী কোন বিধিনিষেধ
আছে কিনা তিনি তা জানেন না।

এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন নাসিমা আক্তার জানান, নড়াইল সদর হাসপাতালের সামনে সাধারন সাস্থসেবা দেওয়ার নামে এমন কর্মকান্ড যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সারাদেশব্যাপী ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান চললেও নড়াইলে এর কোন প্রভাব নেই। আর অভিযান চললেও তা নাম মাত্র জড়িমানার মধ্যে সীমাবদ্ধ।

জড়িমানার টাকা পরিশোধ করে পরের দিন থেকেই আবার শুরু হয় এসব ভূয়া ডাক্তারদের প্রতারনার ব্যবসা।

তাই অচিরেই ভূয়াডাক্তার মহাদেবের প্রতারনা মূলক কর্মকান্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD