শাকিল আহমেদ, নড়াইলঃ
নড়াইলে আসন্ন শারদীয় দূর্গাপূজা র্নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইলের আয়োজনে কেন্দ্রীয় টাউন কালীবাড়ী মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
এ সময় সম্মানিত অতিথিবৃন্দ ও বক্তাগণ সকলকে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।
উক্ত সভায় আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা;
জনাব এ্যাড. সুবাস চন্দ্র বোস, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা ও প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল।
অশোক কুমার কুণ্ড, সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল;
বাবুল সাহা, সহ-সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল;
অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদ, নড়াইল সহ নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সকল সভাপতি সেক্রেটারি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply