বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে
সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) ঈশ্বরদী উপজেলার মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে এ
সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪
(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস, উপজেলা সহকারী কমিশনার ভুমি, উপজেলা চেয়ারম্যান, উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন সামাজিক সম্প্রতির মাধ্যমে সমাজ থেকে মাদক মুক্ত করতে হবে। মাদক সেবন ও ব্যবসায়ীয়দের উদ্দেশ্যে বলেন ভালো হয়ে জান না হলে এলাকা ছাড়ুন অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি যাবতীয় খারাপ জিনিস প্রতিহত করা যায়। আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য যে সকল জিনিস ক্ষতিকর তা পরিহার করে আমাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ পারস্পারি ভালোবাসা বাড়িয়ে দিয়ে সমাজের উন্নয়ন করবো। আমাদের সমাজে বিভিন্ন ধর্ম ও জাতির লোক বসবাস । এই সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক ভালোবাসা ও সহযোগিতার মনোভাব হলো সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি। সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি মাধ্যমে আমরা একে অপরের মঙ্গল কামনা করবো।