মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
খানসামায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা চেয়াম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হকসহ উপকারভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় জানায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ৬ ইউনিয়নের মোট ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয় । উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য ০৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার প্রদান করা হয়৷
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি