আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসন্মত শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বক্তারা মীনা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা গন। আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আত্রাই উপজেলায় কর্মরত সাংবাদিকগন।
আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মো.আব্দুল মজিদ মল্লিক
আত্রাই,নওগাঁ।