আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মিনা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষা অফিসের সহযোগীতায় র্যালি, গল্প বলা ও শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণ্যঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলা ও শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, আবদুর রহমান ও শাহনাজ আক্তার, মঠবাড়ি সপ্রাবি’র প্রধান শিক্ষক আব্দুছ সবুর, মশিদপুর সপ্রাবি’র প্রশি মোযাহারুল ইসলাম শাহ্, ঘাটনগর সপ্রাবি’র প্রশি আবুল বাসার, নিতপুর দিয়াড়া মডেল সপ্রাবি’র প্রশি আকবর আলী ও প্রশি মনিরুজ্জামান সহ সহকারি শিক্ষক এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আকাশ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি
Leave a Reply