সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়ায় সতী নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বসত-বাড়ি ও আবাদি জমি। অভিযোগ ওঠে, সংসদ সদস্য জিএম কাদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও সেটি কর্ণপাত করেনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পরে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙনরোধে কাজ শুরু করে।
এমপি’র নির্দেশে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমনসহ জাতীয় পার্টির অনেক নেতা কর্মী গ্রামবাসীদের সঙ্গে কাজ করেন। জেলা জাতীয় পার্টি সদস্য সচিব জাহিদ হাসান লিমন জানান, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এমপি জিএম কাদের নির্দেশে ভাঙ্গনরোধে কাজ করছি। আমরা সব সময় জনগনের পাশে থাকবো।
সদর উপজেলা জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার জানান, এমপি জিএম কাদের ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেরিফা কাদের এমপির নির্দেশে জাপাসহ তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও গ্রামবাসীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সতী নদী ভাঙ্গনরোধে কাজ করছি। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই জাতীয় পার্টির লক্ষ্য।
Leave a Reply