মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদের চত্তরে শেষ হয়।
পরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও এনামুল হাসান, নির্বাচন অফিসার জিকরুল হকসহ আরো অনেকে।