বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম, পুরোহিত, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক, আদিবাসী সমিতির সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ১৯ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদক, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণসহ সুধীজন বৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি যাবতীয় খারাপ জিনিস প্রতিহত করা যায়। সবাই মিলে মিশে মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক ভাঙ্গুড়ার ঐতিহ্য বজায় রাখার আহবান জানান ।
Leave a Reply