1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

মাগুরায় পিতার মৃত্যুতে,মায়ের বিরুদ্ধে ছেলের মামলা।

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৪ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।

 

মাগুরায় পিতার মৃত্যুতে,মাকে আসামি করে ছেলে আদালতে মামলা করেছে।বিষয়টি নিয়ে ঐ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউপির বড়রিয়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ বক্কার হোসেন শেখ ওরফে ধনী বক্কার গত ২ অক্টোবার রবিবার রাতে মারা যায়। স্বাভাবিক মৃত্যু ভেবে তার দাফন সম্পন্ন করা হয়।পরে ছেলে জানতে পারে তার বাবার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, তার বাবাকে খুন করা হয়েছে,আর সে খুনের সাথে জড়িৎ তার নিজের মা। তাই ছেলে সিজান মাহমুদ সাগর বাদী হয়ে ১১/১০/২২ ইং তারিখে নিজের মাকে আসামি করে মাগুরা আদালতে একটি হত্যা মামলা করেন,মামলা নং সিআর ৪৮৮/২২।মামলার এজাহারে ছেলে উল্লেখ করেছেন তার মা ২নং আসামি সিমা খাতুন(৩৯) তার পিতা বক্কারকে রাতে দুধের সাথে ঘুমের ঔষুধ খাইয়ে ১নং আসামি রকিবুল ইসলাম হিরক(৩০) পিতা মৃত আমির হোসেন সাং বড়রিয়া ৩নং আসামি রফিকুল ইসলাম (৩২)পিতা মৃত আবু সাঈদ মোল্যা সাং বড়রিয়া ৪নং আসামি জাহানারা বেগম(৫৫) পিতা মৃত আঃরহমান সাং আরদিপাড়া বিক্রমপুর ঢাকা ৫নং আসামি মাছুদুর রহমান(৩৫) পিতা মৃত আঃ রহমান সাং ধোয়াইল সহ আরো চার পাঁচ জনকে খবর দিয়ে নিয়ে এসে ১নং আসামি তার পিতাকে রাতে বালিশ চাঁপা দিয়ে হত্যা করে।অন্য সকল আসামি হত্যা করার কাজে সর্বাত্মক সহযোগিতা করে।সিজান তখন শোকাহত ছিলেন এবং সঠিকভাবে বিষয়টি বুঝতে না পেরে আত্মীয় স্বজনের কথা মত পিতার দাফন সম্পন্ন করেন,পরে তার বোনসহ স্বাক্ষীদের কাছ থেকে হত্যা কান্ডের বিষয়টি জানতে পেরে মৃত্যুর কারণটি নিশ্চিত হতে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে তার পিতার লাশের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন।মামলার বিবরণীতে আরো জানাযায় কি রকিবুল ইসলাম হিরকের সাথে তার মায়ের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছে,সিমা সম্প্রতি বাজারের তিনটা জমির মধ্যে একটি জমি তার নামে লিখে দিতে বলে বক্কারকে,এটা দিতে রাজি না হওয়া ও পরকীয়ার কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে।এবিষয়ে সিজান বলেন,আসামি কে সেটা বড় কথা নয়,আমি অপরাধীর বিচার চাই।এবিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন,মামলার কোন কপি এখনও আমাদের কাছে এসে পৌছায়নি ,মামলার কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD