এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বিভিন্ন ঘটনায়০৬জনকে
গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ১৯/১০/২০২২ তারিখ তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোহর বাঘাপাড়া গ্রাম হইতে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন আসামী ১। মোঃ আজাদ(৪৫), পিতা-মৃত ওমর আলী , ২। মোঃ তুহিন(২৪), পিতা-মোঃ জান্নাত আলী ,উভয় গ্রাম- মোহর (বাঘাপাড়া) , থানা- তানোর, জেলা –রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-১৫, তারিখ-২০/১০/২০২২খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়। পৃথক অভিযানে মুন্ডুমালা বাজার হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ ০১ (এক) জন আসামী ১। মোঃ মজিবুর রহমান(৫৯), পিতা-মৃত সাগর আলী, গ্রাম- সাদিপুর (মুন্ডুমালা পৌরসভা ৫নং ওয়ার্ড) , থানা- তানোর, জেলা –রাজশাহীকে এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-১৬, তারিখ-২০/১০/২০২২খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়। CR- W/A দুই মাসের সাজা প্রাপ্ত ০১(এক) জন আসামী ১। মোঃ সুমন আলী, পিতা- মোঃ সাফিউল ইসলাম , গ্রাম- বনকেশর, থানা- তানোর, জেলা –রাজশাহী সহ গ্রেফতারকৃত সর্বমোট ০৪ (চার) জন আসামীকে অদ্য ইং ২০/০৯/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।