শাকিল আহমেদ, নড়াইলঃ
নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আজ ২২ শে অক্টোবর "বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব" এর তীরন্দাজদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন, নড়াইল।
পুলিশ সুপার মহোদয় বলেন, ক্রীড়া মানুষের দেহ, মন ও আত্মার উন্নয়ন ঘটায় এবং চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। তিনি এ সময় সকলকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি ও সম্মান বয়ে আনার জন্য উৎসাহিত করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব ১৩ তম "ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২২" প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।