 
																
								
                                    
									
                                 
							
							 
                    
শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলে পড়কিয়ায় জড়িয়ে স্ত্রীকে গলা কেঁটে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ।
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে আজ শুক্রবার দুপুরে ওই
ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম (২২) ওই গ্রামের রনি শেখের স্ত্রী। ঘটনার পর
রনি শেখ পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আছিয়া একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে।
চার বছর আগে রনি শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি
পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের দাম্পত্য কলহ শুরু
হয়।
আছিয়া বেগমের পিতা এখলাছ শিকদার বলেন,বিয়ের এক বছর পর্যন্ত মেয়ে আমার
সুখেই ছিল। কিন্তু জামাই রনি অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে আমার মেয়ের
সাথে খারাপ ব্যবহার করতো, শারিরীক নির্যাতন করতো। কিন্তু তাকে জবাই করবে
এটা আমাদের বিশ্বাস ছিলোনা। আমরা মেয়ে হত্যার বিচার চাই।
স্থানীয়রা জানায় রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে
তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।
আজ দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের
জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। এরপর দেখা
যায় বিছানায় আছিয়ার গলাকাঁটা ও পুড়ে যাওয়া মরদেহ। আগুনে বিছানার চাদর, তোষক,
কাথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ধারণা
করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে রনি তাঁকে পরিকল্পিতভাবে গলা কেঁটে ও
পুড়িয়ে হত্যা করেছে। রনি পালিয়ে গেছে। ওই বাড়িতে শিশুটিকে নিয়ে তাঁরা
দুজনই থাকতেন। লাশ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো
হয়েছে।
Leave a Reply