সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে সিরাজগঞ্জে বদলী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।
শনিবার (১২ই নভেম্ভর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স রুমে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে সদস্য রাজন চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির, সহ সভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, সম্মানিত সদস্য আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।
বক্তব্য শেষ তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবিরের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়ন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানবির আহমেদ,ক্রীড়া সম্পাদক খুরশেদ আলম, সাংবাদিক সুজন, রুবেল মিয়া,আসমাউল হাসান প্রমুখ।
Leave a Reply