নিউজ ডেস্ক :
রাজশাহীতে এবার বন্ধ থাকা সিনেমা হলে দেখানো হবে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা। তানোর উপজেলায় গোল্লাপাড়া বাজারে অবস্থিত 'আনন্দ সিনেমা হলে’ বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছেন এক ব্যবসায়ী। সিনেমা হলেই এবার বিশ্বকাপের উদ্বোধনী খেলা থেকে ফাইনাল সবগুলো ম্যাচ এখানে উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
ব্যবসায়ী তাজামুল ইসলাম জানান, সিনেমা হলটির ৩২ ফুট দৈর্ঘ্য এবং ২০ ফুট প্রস্থের বড় ডিজিটাল পর্দায় নিচের তলায় ২০ টাকার টিকিটে এবং ওপর তলায় ২৫ টাকার টিকিটে চেয়ারে বসে খেলা দেখার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রির পাশাপাশি দর্শক টানতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার সহ উপজেলা জুড়ে ব্যানার লাগানো হয়েছে। প্রায় হাজার খানেক ফুটবলপ্রেমী একসঙ্গে বসে এ সিনেমা হলে বিশ্বকাপের ৩২ দলের সবগুলো খেলা দেখতে পারবেন বলে জানান তিনি।
এরই মধ্যে তানোর পৌর শহরের যুবকরা তাদের পছন্দের দলটির খেলা দেখতে অগ্রিম টিকিট সংগ্রহ করতে শুরু করেছে। যদিও বিশ্বকাপের সময় বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানো হয় তাপরও দীর্ঘদিন পর সিনেমা হলে সবাই এক সঙ্গে বসে সিনেমার পরিবর্তে খেলা দেখবেন বলে বেশ পুলকিত এলাকাবাসী।
বন্ধ হয়ে যাওয়া আনন্দ সিনেমা হলের ততত্বাবধায়ক আজিমুদ্দিন আলী বলেন, বিশ্বকাপের সময় বাড়ির ছাদগুলোর দিকে তাকালেই বোঝা যায় আমাদের দেশের মানুষের কাছে ফুটবল কতটা জনপ্রিয়। এই জনপ্রিয় খেলা সবাই একসঙ্গে দেখতে ভালোবাসেন। এই ক্রীড়াপ্রেমী মানুষেরা যেন একসঙ্গে বড় পর্দায় খেলা দেখতে পারেন সে কারণেই আমাদের এই আয়োজন।
হলে খেলা দেখানোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ফুটবল বিশ্বকাপের প্রতি আমাদের দেশের দর্শকের অনেক আগ্রহ রয়েছে। দর্শকের কথা মাথায় রেখে বিশ্বকাপের এসব জনপ্রিয় খেলা তানোরের আনন্দ সিনেমা হলের বড় পর্দায় দেখানোর আয়োজন করেছে বলে শুনেছি। এ সময় অন্য কারো যেন ক্ষয় ক্ষতি না হয়, সে বিষয়ে নজর রাখা হবে।
তিনি আরও জানান, তবে আনুষ্ঠানিক ভাবে কোন লিখিত চিঠি পাননি। তবে যাই হোক, খেলার ছুঁতোয় একটি সিনেমা হল যে আবারও মুখরিত হবে সেজন্য বেশ আনন্দিত এলাকাবাসী। এখন দেখার বিষয় টিকিট কেটে কতোজন এই খেলা দেখতে যান বিশ্বকাপ শুরুর পর।