তাওহীদ হাসান উসামা, অভয়নগর
অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক, শ্রমিকনেতা, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এ আলাচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ। সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, আবিদ হাসান, সিনিয়র সহ- সভাপতি কামরুল হাসান, সহ – সভাপতি এস এম মুজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান, দফতর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য জসিম উদ্দিন বাচ্চু, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি খায়রুল বাশার, সহ-সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য ডি আর আনিস, জাবেদ আলী, আনিস শিকদার, আবুল হোসেন, শফিকুল ইসলাম পিকুল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে অভয়নগর উপজেলা পরিষদের নিকটস্থ বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিনজন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে কাছ থেকে গুলি করে হত্যা করে। মোল্যা ওলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওর্য়াডের সাবেক কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।
Leave a Reply