সুমন খন্দকার,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:
রবি/২০২২মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম,ভুট্টা,শীতকালীন পেঁয়াজ,বাদাম,মসুর ও মুগ ডালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫নভেম্বর) সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃতানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুরে আয়োজনে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর খামার বাড়ি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জাকিয়া সুলতানা,উপজেলার পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার এ.এল.এম.রেদোয়ান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১৮শ কৃষকের মাঝে ২০কেজি করে বারী-৩০জাতের গরম বীজ,১০কেজি করে ডিএমপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।