শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক,নড়াইল সদর পৌরসভার সাবেক মেয়র, নড়াইল বাস মিনিবাস শ্রমীক ইউনিয়ন (১২৯৫) এর প্রতিষ্ঠাতা ও বার বার নির্বাচীত সভাপতি জননেতা মরহুম জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের আজ ২য় মৃত্যুবার্ষিকী।
মরহুম জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় তার নিজ বাসভবনে কোরআন খতম ও বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এর পূর্বে
বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রক্তের প্লাটিনাম ৪৪ হাজারে নেমে আসায় অবস্থার অবনতি হলে গত ১৮ নভেম্বর ২০২০ ইং দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। এক সপ্তাহ ধরে চিকিৎসাকালে শারীরিক অবস্থার অবনতির পর গত
২০২০ সালের ২৫শে নভেম্বর বুধবার দুপুর ১২টা ২০মিনিটের সময় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।