আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার চকভবানী গ্রামের নুরুল ইসলাম (৩৫), চককানু গ্রামের শরীফ হোসেন (৩৫), ভালাইন গ্রামের হাই বাবু (২৮), মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শাহ আলম (৪৮), মানিক হোসেন (৩০), রকেট হোসেন (২৭), বুলেট হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৮) ও আমিনুর রহমান (২৩)।
এদের মধ্যে চকভাবানী গ্রামের নুরুল ইসলাম সাজাপ্রাপ্ত ও শরীফ হোসেন গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্তসহ ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।
Leave a Reply