মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধিঃ
‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বুরহান উদ্দিন,পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত
৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের হাইব্রিড বোরোধান বীজ দেওয়া দেওয়া হয়।
বার্তা প্রেরকঃ মোঃ জুলহাস উদ্দিন হিরো,
জেলা প্রতিনিধি শেরপুর।
তাং- ২৯/১১/২০২২
খবরের ছবি সংযুক্ত
Leave a Reply