শাকিল আহমেদ,নড়াইলঃ
দেশীয় তৈরী ০১ টি ওয়ান শুটারগান ও ০৩ রাউন্ড গুলিসহ মোঃ হৃদয় শেখ(২৩) ও তার সহযোগী হৃদয় হোসেন(২০) কে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ।
৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে ওসি ডিবি'র তত্ত্বাবধানে কালিয়া থানার পেরুলি ইউনিয়নের জুবায়েরের ইট ভাটার সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদ্বয় হল খুলনা জেলার ফুলতলা থানার আব্দুল জব্বার শেখের ছেলে মো: হৃদয় শেখ এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় Robust Policing কার্যক্রম অব্যাহত রয়েছে।