নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের আলোচিত সেই মুফাকুর তরফদার ওরফে মুফা আমিনের বিরুদ্ধে নদী দখল করে দোকান নির্মানের পায়তারার অভিযোগ উঠেছে ।
গত( ১৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় তুলারামপুর মাইজপাড়া সড়কে তার বাড়ির সামনে নদী দখল করে মাটি ভরাট করছে। নদীর জায়গা দখল করে সাধারণ মানুষদের ভূল বুঝিয়ে প্রভাব বিস্তার করে এহেন দখলবাজি করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অনুসন্ধানে যানা গেছে, মুফাকুর তরফদার ওরফে মুফা আমিন জেলার এক জন চিহ্নিত টাউট।
নিজেকে অনেক বড় আমিন দাবি করে বিভিন্ন জায়গা জমি পরিমাপ করতে যান। এক পক্ষের নিকট হতে গোপনে টাকা নিয়ে অন্য পক্ষের জমির ভিতর সিমানা পিলার পুতে দেন৷ তার এহেন কর্মকাণ্ডে মামলার শিকার ও হয়েছে তিনি।
আগাম টাকা নিয়ে জমি পরিমাপের কাজে যান এই মুফা। সম্প্রতি সময়ে সরকারী নদী দখল করে মাটি ভরাটের কাজ করছে। নদী আইনে রয়েছে নদীর কিনার হতে ১০ ফুট জায়গা নদীর আওতায় নদীর যায়গা ধরা হবে।
কিন্তু এই আইন কোন রকম ভবে মানতে নারাজ এই মুফা আমিন। নদী দখল করে মাটি ভরাটের কাজ করায় ওই এলাকায় জন মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার এহেন দখলবাজির দৃষ্টান্ত মূলোক শাস্তি দাবি করেন স্থানীয় রা। এ বিষয়ে জানতে মুফাকুর তরফদার ওরফে মুফা আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদী সম্পূর্ণ আমার জায়গায়। এই জায়গা দখল না দিলে বে-দখল হয়ে যাবে।
Leave a Reply