শাকিল আহমেদ,নড়াইলঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজাকে মনোনীত করায় নড়াইল ও লোহাগড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নড়াইলের পুরানো বাস টার্মিনাল এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রূপগঞ্জ মুচির পোলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিট ইউনিট এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে লোহাগড়া পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয় লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে লোহাগড়া চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন শেষে সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত সভায় নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজাকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়।