এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী তানোরে আজ সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে,একটি রেলি প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে,উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ কুমার দেবনাথ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ ,তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে ১২ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,১০ জনকে কম্বল,৫ জনকে স্মার্ট কার্ড ও আরএমসি ২০জনকে ১০০০ করে ভাতা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খান।