আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধ
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এরা হলেন উপজেলার ভীমপুর ইউনিয়নের হরিপুর শিকারপুর গ্রামের শ্রী নিমাই ওরফে ভূতনাথের স্ত্রী সীমা রাণী কবিরাজ (২৩) ও সদর ইউনিয়নের নাটশাল গ্রামের হাসিবুল হাসানের স্ত্রী মিনা বেগম (৩২)।
সোমবার (২ জানুয়ারী) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সীমা রাণীকে তার স্বামী গত কয়েক দিন ধরে মারধর করলে রোববার (১ জানুয়ারী) বিকেলে সীমা রাণী তার নিজের শোবার ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। খবর পেয়ে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান সন্ধ্যায় মরদেহ উদ্ধার করেন।
নিহত সীমা রাণীর বাবা ভান্ডারপুর গ্রামের নৃপেন চন্দ্র কবিরাজ অভিযোগ করেন যে, তার মেয়েকে জামাইয়ের নির্যাতনের খবর পেয়ে রোববার দুপুরে মেয়েকে দেখতে যান। বিকেলে বাড়ী ফিরেই খবর পান তার মেয়ে মারা গেছে।
অপরদিকে পারিবারিক কলহের জের ধরে মিনা বেগম দুপুরে তার নিজের শোবার ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়। মহাদেবপুর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন। নিহত গৃহবধূ উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের নাসির উদ্দিন দেওয়ানের ছেলে গোলাম মোস্তফার মেয়ে।