মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শত বছর পেরনো “পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ &” গৌরবময় ১০৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, শপথবাক্য পাঠ, কেক কাটা, আলোচনা সহ প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্বরণে নিরবতা পালন এবং বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সকল শিক্ষক-শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, সিনিয়র শিক্ষক ওয়াহেদুর রহমান, সুভাষ কুমার রায়, কণা রাজবংশীসহ অনান্য শিক্ষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুল বাশার সবুজ, মেহেদী হাসান টিপু, ফারুক মোল্লা, আবিদ হাসান প্রমুখ।
Leave a Reply