1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

তানোরে পোস্ট অফিসের সাইনবোর্ড আছে অফিস নাই

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

 

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী তানোর এবার এমন একটি অফিস চোখে পড়লো যার সাইনবোর্ড আছে অফিস নাই। ‘মুন্ডুমালা হাট সাব পোস্ট’ অফিসের শাখা পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর বাজারের পোস্ট অফিসের সাইনবোর্ড ও লেটার বক্স থাকলেও ভিতরে একটি ফার্মেসির দোকান মোহাম্মদপুর বাজারে অফিস টাইমে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে সেই পোস্ট মাষ্টারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। মূলত মোহাম্মদপুর বাজারের পোস্ট অফিসে থাকার কথা (ল্যাপটপ) কম্পিউটার ডাক টিকিট,রাজস্থ টিকিট,খামসহ অফিসিয়াল বিভিন্ন সামগ্রী একজন পোস্টমাস্টার, রানার ও পোস্টম্যান যার কোন কিছুই নাই অফিসিয়াল ল্যাপটপ কম্পিউটার ভাড়া দেওয়া আছে বলে জানান স্হানীয়রা এও বলেন পোস্ট মাষ্টার নুরুল ইসলাম নাকি গায়েবী খবর বলে দিতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে ছিলগালা চিঠি ও খামের ভিতরে চিঠিতে কি লেখা আছে বলে দিতে পারে স্হানীয়ও রা আরো বলেন পোস্ট মাষ্টার নুরুলের কাছে যে চিঠিগুলো আসে তা তিনি খুলে দেখেন ও পরে আঠাঁ দিয়ে জোড়া দেন। পোস্টমাস্টার নুরুল ইসলামের বাসায় গিয়ে দেখা গেল বাসার সামনেও আরেকটি পোস্ট অফিসের সাইনবোর্ড তবে তিনি আছেন কিন্তু ঘুমাচ্ছেন এলাকাবাসীর এতো অভিযোগ পোস্ট মাষ্টার নুরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ২৯/০৬/১৯৯৫ সাল থেকে আমি পোস্ট মাষ্টার হিসাবে আছি তবে পোস্ট মাষ্টারের কোড নম্বার জানতে চাওয়া হলে তিনি বলতে পারেন নি আগে বাজারে বসতেন এখন নিজের বাসায় থেকে কাজ করি। আরো দুই জন স্টাফ নাই এবং অফিস টাইলে তিনি ঘুমাচ্ছেন আর অফিস কোথাই এর উত্তরে পোস্টমাস্টার নুল ইসলাম বিভিন্ন তালবাহানা করে উত্তর এড়িয়ে জান।

মোহাম্মদপুর পোস্ট অফিস সহ মুন্ডুমালা হাট সাব পোস্ট অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্ভুক্ত জেলা পোস্ট ইন্সপেক্টর মজিবুর রহমান মুঠো ফোনে বলেন এমন টা হওয়ার কথা না তদন্ত করা হবে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD