নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর (শাহানাপাড়া) গ্রামের বাসিন্দারা ইরি মওসুমে পানির দাবি ও হামলা মারধরের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গ্রামবাসীর পক্ষে মো. রহমতুল্ল্যা, মো: শরীয়তুল্যা, হাফিজুর রহমান এবং মোঃ জহুরুল ইসলাম ৫০ জন গ্রামবাসীর স্বাক্ষরসহ অভিযোগপত্র জমা দেন।
গত ২৯ শে ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া অভিযোগপত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান পারভেজ অভিসে গিয়ে সাংবাদিক পরিচয়ে তার মাকে গভীর নলকূপের (ডীপ মেশিন) অপারেটর নিয়োগ দেন। পরে তিনি কৃষকদের নিকট থেকে প্রভাব খাটিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন। অর্থ না দিলে মারধর ও গালিগালাজ করেন। পানি কম দিয়ে অনেকের ফসল নষ্ট করেন।
এছাড়া গ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে বয়স্ক ভাতার কথা বলে টাকা নিয়েছেন তবে বয়স্ক ভাতার কার্ড করে দেননি। ডীপ মেশিনের পানি বন্টনেও সাংবাদিক পরিচয়ে কৃষকদের থেকে অর্থ আদায় করে থাকে।
পরে ১৯ ডিসেম্বর বিএমডি মান্দা অফিসে আবেদনের পরিপ্রেক্ষিতে দুপক্ষকে ডেকে এবং কৃষকদের মতামতের ভিত্তিতে অপারেটর পরিবর্তন করার আশ্বাস দেন। এর জেরধরে ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে অভিযোগের প্রেক্ষিতে ২১ ডিসেম্বরে মোস্তাফিজুর রহমান পারভেজ, রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম, বাবু ইসলাম, রানা ইসলামসহ কয়েকজন তাদের পরিবারের উপর হামলা করেন।
কৃষকদের দাবি, আগে প্রতি বিঘায় ২০-২৫ মন ধান পেলেও পারভেজদের পরিবার থেকে অপারেটর নিয়োগ দেয়ার পর থেকে ১০-১৫ মন ধান উৎপাদিত হয়েছে। ইউএনও অফিসে অভিযোগ দেয়ায় অভিযোগকারীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে দাবি কৃষকদের। পরে কোর্টে মামলাও করেন তারা।
Leave a Reply