আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
“মানবতাবোধ জাগ্রত হউক, বিবেকের তাড়নায়” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ ফ্রেন্ডস নারায়নগঞ্জ গ্রুপের আয়োজন ও সাপাহার রক্তদাতা সংগঠন এর সহযোগীতায় উপজেলা পরিষদ অডিট্যোরিয়ামে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নিতুর সভাপতিত্বে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মহতি এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পলিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রুহুল আমিন। এ সময় নারায়নগঞ্জ ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে আফজাল হোসেন ও মোনাছিব ফয়সাল প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথিদ্বয় উপজেলার অসহায় শীতার্ত মানুষ ও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩হাজার পিস কম্বল বিতরণ করেন।
Leave a Reply