মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১ লক্ষ ৪০ হাজার টাকার ১৪ গ্রাম হেরোইনসহ মো. জাহিদ বিশ্বাস (২৪) ও আল আমিন (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গালা সাকিনস্থ জনৈক মিলন এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের আলমদি গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে মো. জাহিদ বিশ্বাস এবং একই উপজেলার গোপীনাথপুর গ্রামের সাদেক আলীর ছেলে আল আমিন।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে ডিবির এসআই মোঃ হাবিব আল নোমানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।