নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস (১২৯৫) শ্রমীক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী লিমা খানম কে ২৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি চৌকস দল।
বুধবার ১৮ ই জানুয়ারী বিকালে লোহাগড়া পৌরসভার মদিনা পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তবে তার স্বামী আব্দুল্লাহ আল মামুন পলাতক রয়েছে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুস সালাম এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া পৌরসভার মদিনা পাড়ার বাসিন্দা (১২৯৫) শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের বসত ঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী লিমা খানম কে ২৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে।তবে তার স্বামী আব্দুল্লাহ আল মামুন পলাতক রয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply