মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ।
এশিয়ান টিভির মানিকগঞ্জ জেলা (দক্ষিণ) প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস এর সভাপতি জ.ই. আকাশ, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান, সাংবাদিক সায়েম খান, সজিব গুহ মজুমার, মিলনসহ বিভিন্ন জাতীয় পত্রিকার সংবাদকর্মীবৃন্দ।
Leave a Reply