শাকিল আহমেদ,নড়াইলঃ
এল জি ই ডির নির্বাহি প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক জনাব মোঃ গোলাম ইয়াজদানীর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিন সহ সকল হামলাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ ৩০ শে জানুয়ারী নড়াইল এল জি ই ডি অফিস চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন নড়াইল এল জি ই ডির
নির্বাহি প্রকৌশলী জনাব বিশ্বজিৎ কুমার কুন্ডু,সিনিয়র সহকারি প্রকৌশলী মোঃ আসিফ রেজা,সহকারি প্রকৌশলী বিপুল কুমার অধিকারী, উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান চঞ্চল সহ এল জি ই ডি নড়াইলের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা।
উল্লেখ্য গত রবিবার বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি কাজ করছিলেন। এমতাবস্থায় তার কক্ষে প্রায় ২০ থেকে ২৫ জন ঠিকাদার ঢুকে পড়েন। কথা বলার একপর্যায়ে তার ওপর হামলা করেন ঠিকাদারেরা।