1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

লালমনিরহাটে স্কুল ছাত্র সিক্তসহ সকল ছাত্র-ছাত্রীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

 

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা সদরের হারাটি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাজির চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খানের হুকুমে সাহারিয়ার খন্দকারসহ সকল ছাত্র-ছাত্রীকে বেধড়ক মারপিট করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ হারাটি ইউনিয়ন শাখার আয়োজনে তিব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৪ টায় কিশামত হারাটি উচ্চ বিদ্যালয় হল রুমে এ তিব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তিব্র নিন্দা ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রলীগ হারাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ (বুলেট)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হারাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র রায়, হারাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুবকর সিদ্দিক (হিরু), ছাত্রনেতা হাফিজুর রহমান, আতিকুর রহমান, রমজান আলীসহ কিসামত হারাটি উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী।

এসময় বক্তারা অভিযুক্ত আসামিদের ২৪ ঘন্টা মধ্যে গ্রেফতারের দাবী জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

আহত সাহারিয়ার খন্দকার ও সকল ছাত্র-ছাত্রী উপজেলার কিশামত হারাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আর অভিযুক্ত স্কুল শিক্ষক আব্দুল হাকিম কাজির চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের দিকে কাজির চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সাহারিয়ার খন্দকারের সাথে বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের দৌড় প্রতিযোগিতা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাজির চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান সাহারিয়ার খন্দকারকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এতে সাহারিয়ার খন্দকার এ ঘটনার প্রতিবাদ করে। সে তার স্যারকে (হাকিম খান)-কে গালিগালাজ না করতে অনুরোধ করে। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার ছেলে একাধিক মামলার আসামি জনি খান সহ সন্ত্রাস বাহিনীকে ডেকে সাহারিয়ার খন্দকারসহ সকল ছাত্র-ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাস বাহিনীর হাতে থাকা ধারালো চাকু, লোহার রড, বাশের লাঠি দিয়ে সাহারিয়ার খন্দকার ও অনান্য ছাত্র-ছাত্রীদের হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনার সত্যতা পেয়ে মামলাটি রুজু করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD