 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিউজ ডেস্ক :
পাবনার সাঁথিয়া উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ ইয়ামিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৭টার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারের আলী আকবর সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
মাদক ব্যবসায়ী ইয়ামিন সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন আহম্মদপুর মধ্যপাড়া মহল্লার বাসিন্দা।
জানা যায়, বুধবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পাবনা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
Leave a Reply